বেড়াতে সবারই মন চায়। কিন্তু সাধ থাকলেও সাধ্য থাকে না অনেক সময়ে। খরচ কমাতে পারলে অবশ্য অনেক ঘোরা যায়। কেমন করে কমাবেন খরচ?
কাছে কিংবা দূরে যেখানেই বেড়াতে যান খরচের উপরে নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত জরুরি। মনে রাখবেন একই জায়গায় বেড়াতে গিয়ে যেমন হাত খুলে খরচ করা যায় তেমনই হিসেব করে খরচ করা যায়। জেনে নিন কী করে খরচ কমাবেন।
১। প্রথমেই খেয়াল রাখুন টিকিট কাটার সময়ে। অনেক ট্রেন একটু সময় বেশি নিয়ে গেলেও ভাড়া কম হয়।
২। ট্রেনে যে কোনও জিনিসের দাম স্বাভাবিকের তুলনায় বেশি হয়। ট্রেনে ওঠার আগে খাবার-সহ প্রয়োজনীয় সামগ্রী কিনে নিন।
৩। আলাদা গাড়ি ভাড়া না করে পর্যটন কেন্দ্রের লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করুন।
৪। সস্তার হোটেল খুঁজে নিন। সবথেকে ভাল ‘হোম-স্টে’। যাতায়াত ব্যবস্থার সুবিধা থাকাটা জরুরি কিন্তু খুব বেশি বিলাসের কথা ভাববেন না।
৫। যতটা সম্ভব হোটেলের খাবার এড়িয়ে চলুন। স্থানীয় খাবার বেছে নিন। এটা স্বাস্থ্যের পক্ষেও ভাল।
৬। হুটপাট জিনিসপত্র কেনাকাটা করবেন না। যে কোনও পর্যটন কেন্দ্রে সব জিনিসের দামই স্বাভাবিকের থেকে বেশি হয়।
৭। সাইট সিয়িংয়ের জন্য প্যাকেজ ট্যুরে না গিয়ে আগে থেকে বেছে নিন আপনি ঠিক কোথায় কোথায় যেতে চান।
৮। বড় দলের সঙ্গে বেড়াতে যান। তাতে গড়ে খরচ কম হবে। অনেকটাই কমে যাবে গাড়ি ভাড়ার খরচ।
সতর্কীকরণ— হনিমুন বা পরিবারকে নিয়ে বেড়াতে গেলে কিপ্টেমো না করাই ভাল।
সূত্রঃ এবেলা