আপনি কি জানেন জিন্স, টি শার্ট বা অন্য কাপড় ধোয়ার আগে কতদিন পরা যেতে পারে? জেনে নিন এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন৷
নতুন কাপড়
বাজার থেকে যে কোনো কাপড় কিনে এনে অবশ্যই ধুয়ে পরা উচিত৷ কাপড়ের রং আসলে রাসায়নিক পদার্থের মিশ্রন, তাই ধোয়ার পর পরাটাই নিরাপদ৷
জিন্স
জিন্সের প্যান্ট টানা ৫ দিনের বেশি পরা উচিত নয়৷ বড় জোর ৫ দিন পরার পর ধুয়ে ফেলা উচিত, কেননা, ঘামের জীবাণু থেকে শরীরে চুলকানি হতে পারে৷
পায়জামা
শোওয়ার সময় যে পায়জামা পরা হয়, সেটা টানা তিন দিন পরার পরই ধোয়া উচিত৷
টি-শার্ট
যদি অতিরিক্ত গরম হয়, আর ভীষণ ঘাম হয়, তাহলে প্রতিবার পরার পর টি- শার্ট ধোয়া উচিত৷ আর তেমন গরম না হলে টানা দু’দিন পরা যেতে পারে৷
অন্তর্বাস
অন্তর্বাস কয়দিন পরবেন তা আবহাওয়ার উপর নির্ভর করে৷ ভীষণ গরম হলে প্রতিদিনই ধোয়া উচিত৷ আর ঠাণ্ডার সময় হলে তিন-চার দিন পর৷ অনেকেই এ বিষয়টাকে তেমন গুরুত্ব দেন না৷ কিন্তু জননাঙ্গকে পরিষ্কার এবং রোগমুক্ত রাখার জন্য অন্তর্বাস নিয়মিত ধোয়া ভালো৷
স্কার্ট আর ট্রাউজার
গরমের দিনে একটা ট্রাউজার টানা দুদিনের বেশি পরা উচিত নয়৷ আর স্কার্ট চার-পাঁচ বার পরা যেতে পারে৷
টুপি
তিনবার পরিধানের পর টুপি অবশ্যই ধোয়া উচিত, কেননা, মাথার ঘাম আর চুলের ধুলা ও খুশকি এতে লেগে থাকে৷ তাই চুল ও মাথার ত্বক ভালো রাখতে টুপি ধুতে হবে৷
চাদর আর বালিশের কভার
সহবাসের পর চাদর ধোয়া উচিত৷ আর অন্য ক্ষেত্রে চার-পাঁচদিন পর বালিশের কভার ও বিছানার চাদর ধোয়া উচিত৷
গামছা ও তোয়ালে
একটা তোয়ালে বা গামছা টানা ৫ দিন ব্যবহার করার পর ধোয়া উচিত৷ তবে রোগীর তোয়ালে প্রতিদিনই ধোয়া উচিত৷ এছাড়া রুমালও প্রতিদিন ধোয়া উচিত৷