কেন অনেককে দেখে শিশুদের চেহারা এ রকম হয়ে যায়। |
অনেকে আছেন, যাঁদের দেখে একেবারে ছোট বাচ্চারা কেঁদে ওঠে। খেয়াল করলে দেখা যাবে, দূর থেকে একবার নজরে পড়লেই হয়তো আপনাকে দেখে ‘‘ভ্যাঁ’’।
কেন আপনাকে দেখে একটি শিশু এভাবে কেঁদে উঠবে? ভেবে দেখেছেন, আপনার মধ্যে এমন কী রয়েছে, যা দেখে একরত্তি শিশু ঘাবড়ে যাবে?
উত্তর শুনলে আপনারও মনে হবে হাত-পা ছুড়ে কাঁদতে। আপনি তো শিশুটির দিকে তাকিয়ে হাসছেন, গাইছেন, তাকে কোলে নিতে চাইছেন।
কিন্তু শিশুটি? কাঁদতে-কাঁদতে পালানোর পথ খুঁজে পাচ্ছে না।
সম্প্রতি ‘‘ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি’’ পত্রিকায় একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, একটি শিশু যখন কোনও কারণ ছা়ড়াই কাউকে দেখে কাঁদতে শুরু করে, তখন বুঝে নিতে হবে যে, গোলমালটা শিশুর নয়, দ্বিতীয়জনের।
কী সেই গোলমাল? শিশুটি মনে করে, আপনি কুৎসিত, কদাকার দেখতে। সে আপনাকে পছন্দ করছে না।
এর পরেও আর কিছু বলবেন? না, কাঁদবেন?