‘এই নারী ফেসবুকে থাকলে জলদি ডিলিট করুন’

‘এই নারী ফেসবুকে থাকলে জলদি ডিলিট করুন’
মধু শাহ অ্যাকাউন্টের প্রোফাইল ছবি। ছবি : জি নিউজ

‘এই নারী আপনার ফেসবুকে থাকলে জলদি ডিলিট করুন’-এক নারীর ছবিসহ এমনই একটি সংবাদ পরিবেশন করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। জি নিউজের খবর অনুযায়ী এই নারীর ছবিসংবলিত ফেসবুক অ্যাকাউন্টগুলো সবই স্প্যাম অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্ট ফেসবুকে থাকলে আপনার অ্যাকাউন্টটিও নিরাপদ নয়।

এই খবরটি ভারতের খ্যাতনামা বিভিন্ন অনলাইনসহ সংবাদমাধ্যমে প্রচারের পর খবরটি এখন ‘ভাইরাল’। খবর অনুযায়ী, মধু শাহ নামে একই নামে একই ছবিতে একই ‘নারীর’ ৩৪টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। যার অধিকাংশেরই বন্ধুসংখ্যা পাঁচ হাজারের বেশি।

জি নিউজের খবর অনুযায়ী, সম্প্রতি এই অ্যাকাউন্টটি থেকে বিভিন্ন স্প্যাম মেসেজ লাখো অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, ‘ভিডিও এবং মেসেজের’ স্প্যাম মেইলগুলো ছড়ানো হয়েছিল এই মধু শাহ নামের অ্যাকাউন্টগুলো থেকেই।

আর প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই স্প্যাম মেইলগুলোই বিভিন্নভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে দায়ী ছিল। আর তাই এই অ্যাকাউন্টগুলো বর্জনের পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিশেষজ্ঞরা।
Previous Post Next Post