২৬ বছর পরও অক্ষত কোরআনে হাফেজের লাশ



নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ২৬ বছর পর অক্ষত রয়ে গেছে কোরাআনে হাফেজ এর লাশ! এমন কথা শোনার পর শতশত মানুষ তা দেখতে ভীড় করেন। 

সাংবাদিকরা খবর পেয়ে ঘটনার সত্যতা পান।

সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার বুচ্চ গ্রাম সংলগ্ন নদীর পাশেই নদী ভাঙ্গনের ফলে মাটি চলে যাওয়ায় লাশটি দেখা যায়। 

পরে স্থানীয় লোকজন লাশটিকে পুনরায় দাফন করেন। 
Previous Post Next Post